English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৮:৩৪

পহেলা বৈশাখে বিশেষ নিরাপত্তা থাকবে

নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখে বিশেষ নিরাপত্তা থাকবে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, পহেলা বৈশাখ উদযাপন দিনে সকল নাগরিকদের নিরাপত্তার  বিষয়টি মাথায় রেখে নেয়া হবে বিশেষ নিরাপত্তা।
 
বুধবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি একথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, পহেলা বৈশাখের দিন রাজধানীর রমনা বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বিকেল ৪টার মধ্যে রমনা বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেট বন্ধ করে দেয়া হবে। আর ৫টার মধ্যে বাইরের সব অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে।
   তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রায় কখনোই মুখোশ পড়া হয় না। সবাই মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। তবে বাইরের কেউ যাতে মুখোশ পরে এই শোভাযাত্রায় অংশ না নিতে পারে সেই নির্দেশনা সংশ্লিষ্টদের দেয়া হয়েছে।