English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ০১:৪৩

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্র আজীবন বহিষ্কার

চট্টগ্রাম প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্র আজীবন বহিষ্কার

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকান্ডের জের ধরে ২৩ জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এমন তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আহমেদ রাজীব।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্তৃপক্ষ ২৩ ছাত্রের বহিষ্কার আদেশ জারি করে।

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃতদের মধ্যে ১৬ জনকে আজীবনের জন্য বহিষ্কার এবং ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৯ মার্চ দুপুরে দুই দল ছাত্রের পূর্ব বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র এবং চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৩ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।