English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ২২:১৮

তেজগাঁওয়ের কুনিপাড়ার টিনশেড বাড়ীতে আগুন

তেজগাঁওয়ের কুনিপাড়ার টিনশেড বাড়ীতে আগুন

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুনি পাড়ার হ্যাপি হোমসের পাশের একটি টিনশেডের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টা সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে স্থানীয়রা জানান, টিনশেড বাড়ির কাঠের পাটাতন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।