English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৩:১২

কাওরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ষ্টাফ রিপোর্টার
কাওরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কাওরান বাজারের অবৈধ স্থাপনাসহ ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার সকালে উত্তর সিটি করপোরেশ অঞ্চল-৫ এর উদ্যোগে কাওরান বাজারের বিভিন্ন ফুটপাথে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।   তবে ফুটপাথে চায়ের দোকান উচ্ছেদ করা হলেও ফুটপাথগুলো উন্মুক্ত করা সম্ভব হয়নি। বিভিন্ন ফুটপাথে রিকশা ভ্যান গাড়ি, কাঁচামাল ও আড়তের সবজি রাখা হয়েছে। এসব উচ্ছেদ না করেই সিটি করপোরেশন শুধু দোকানগুলো উচ্ছেদ করেছে।   এবিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সিটি করপোরেশনের উদ্যোগে এই উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদে সিটি করপোরেশনের চাহিদামতো পুলিশি সহায়তা দেয়া হয়েছে।