English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৪:১১

দক্ষিণখানে মাদক ব্যবসায়ী শ্রমিক লীগ নেতার ২ বছরের কারাদণ্ড

আনোয়ার হোসেন সোহেল
দক্ষিণখানে মাদক ব্যবসায়ী শ্রমিক লীগ নেতার ২ বছরের কারাদণ্ড

রাজধানীর দক্ষিণখানে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খানের কথিত ভাজিতা মাদক ব্যবসায়ী মাসুদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ দক্ষিণখান থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। 

এরআগে শনিবার দিবাগত রাতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার ভ্রাম্যমান আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ দক্ষিণখান থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন বৃহত্তম উত্তরায় শ্রমিক লীগ কেন্দ্রীয় কিমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খানের ভাতিজা পরিচয়ে মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলে। পুলিশ সূত্র জানা গেছে, সে উত্তরার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার মাদকের ব্যবসা উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এবং বিমানবন্দর রেলগেট পর্যন্ত বিস্তিৃত।   দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দি ঢাকা পোস্টকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদ দীর্ঘদিন দক্ষিণখানে মাদকের ডিলার হিসেবে কাজ করে আসছে। তাকে আমরা ভ্রাম্যমান আদালতের কাছে হস্তান্তর করেছি। আদালতকে তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। তিনি আরো জানান, বিগত ২মাসে আমরা দক্ষিণখানে প্রায় ২শ টির বেশি মামলা ভ্রাম্যমান আদালতে প্রেরণ করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।