English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ০০:৪৯

নারায়ণগঞ্জে ব্রয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে ব্রয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি বরফ ফ্যাক্টরিতে ব্রয়লার বিস্ফোরণে ৩জন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে।  শনিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের কাঁচপুরের ভায়াপুর নামক স্থানে আলীরাজ নামক একটি বরফ ফ্যাক্টরিতে ৭-৮ জন শ্রমিক কাজ করার সময় শনিবার রাত সোয়া ১০টায় বিকট শব্দে ব্রয়লারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন শ্রমিক নিহত হয়। ঢাকা নেয়ার পথে আরো একজন নিহত হয়।   সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, নিহত ও আহতদের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি। ব্রয়লার বিস্ফোরণের পর থেকে প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।