English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ০০:১২

তুরাগে পুলিশ সপ্তাহ-২০১৬ উদযাপন

ষ্টাফ রিপোর্টার
তুরাগে পুলিশ সপ্তাহ-২০১৬ উদযাপন

বাৎসরিক পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষ্যে তুরাগ থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় তুরাগ থানা প্রাঙ্গন থেকে শুরু হওয়া র‌্যালিটি তুরাগে বিভিন্নগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক জনগণ র‌্যালিতে অংশ নেন।

পরে থানা প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসে উপস্থিত ছিলেন তুরাগ থানার ওসি তদন্ত মো. দেলোয়ার হোসেন, ওসি অপারেশন মো. দুলাল হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন, এসআই মামুনুর রশিদ।