English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৮:২২

নার্স নিয়োগে শর্ত বদলের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নার্স নিয়োগে শর্ত বদলের দাবিতে সড়ক অবরোধ
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে শর্ত বদলের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।
 
বুধবার সকাল সকাল সাড়ে ১০টা থেকে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) ব্যানারে সড়ক অবরোধ করে রাখা হয়।
 
প্রায় তিন ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখলে শাহবাগ মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চারপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। বেলা দেড়টার দিকে পুলিশ লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে অবরোধকারীদের সরিয়ে দেয়।
 
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, অবরোধকারীদের সরানোর পর বেলা পৌনে দুইটার দিকে যান চলাচল শুরু হয়েছে।