English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৮:১৮

কাকের মুখ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কাকের মুখ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
কাক প্রতীকি ছবি

রাজধানীর তুরাগে কাকের মুখ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ভাটোলিয়ার তালতলা এলাকা থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করে তুরাগ থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কে বা কারা একটি নবজাতক শিশুকে রাস্তার পাশে ফেলে যায়। এসময় কাকের দল ওই স্থানে সমাগম করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। শিশুর দেহ দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে প্রেরণ করেন। পুলিশ সূত্রে আরো জানা গেছে, কাকের আঘাতে নবজাতকে শরীর ক্ষত-বিক্ষত হয়ে গেছে।

এদিকে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।