English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ০০:৪২

রাজধানীতে পোস্তগোলায় বাস উল্টে নিহত ১, আহত ২৫

ষ্টাফ রিপোর্টার
রাজধানীতে পোস্তগোলায় বাস উল্টে নিহত ১, আহত ২৫

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আপন পরিবহনের যাত্রাবাহী একটি বাস শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে আসে। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরো ২৫ জন যাত্রী।

আহতদের মধ্যে কাজল, আব্দুল মালেক ও খুকি নামে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, বাসটি দ্রুত গতির কারণেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আরো বেশ কয়েকজন আহত হয়েছে।