English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ২০:১৭

‘ধুপখোলা মাঠে অত্যাধুনিক শিশু পার্ক হবে’

ষ্টাফ রিপোর্টার
‘ধুপখোলা মাঠে অত্যাধুনিক শিশু পার্ক হবে’

রাজধানীর পুরান ঢাকার ধুপখোলা মাঠে আগামী ৬ মাসের মধ্যে অত্যাধুনিক শিশু পার্ক নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ সোমবার (২৮ মার্চ) লক্ষ্মীবাজার সোহরাওয়ার্দী সরকারি কলেজ মিলনায়তনে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

সোহরাওয়ার্দী কলেজের ছাত্র হওয়ায় গর্ববোধ করে মেয়র বলেন, আমি ও আমার বাবা ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ এ কলেজের কৃতী ছাত্র। দু’জন নগর পিতার জন্মদিয়েছে এ কলেজ। এই কলেজের ছাত্র হওয়া আমার জন্য গর্বের বিষয়।

এসময় মেয়র কলেজের যেকোনো কাজে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একইসাথে তিনি পরিচ্ছন্নতা বছরের সাথে একাত্মতা প্রকাশ করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পরে করপোরেশন নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলার আহবান জানান।