English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৯:২০

তনু হত্যা: শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
তনু হত্যা: শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেতে সেখান থেকে তারা অবরোধ তুলে নেয়।

আজ রোববার নানা কর্মসূচির পর বিকাল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শতাধিক শিক্ষার্থী। এরপর তারা সড়কে গোল হয়ে বসে খুনিদের গ্রেফতারের দাবিতে শ্লোগান দিতে থাকে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে শাহবাগসহ আশাপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয় পুলিশ। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে যায়।

এর আগে আজ সকালেই শাহবাগ মোড় থেকে কুমিল্লা অভিমুখে রোড মার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। রোড মার্চটি কুমিল্লার ময়নামতি ক্যান্টেরম্যান্টে গিয়ে শেষ হয়। পরে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা করে শেষ হয় রোডমার্চটি। দেশবাসীর প্রতি এ আহবান জানান।