English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৬:৪৫

২৫ মার্চ স্মরণে আলোর যাত্রা

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ স্মরণে আলোর যাত্রা

বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে দেশের ৪৫তম স্বাধীনতা দিবস । ১৯৭১ সালের ২৬শে মার্চ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়েছিলো এ দিনে। তবে ২৫শে মার্চ রাতেই অপারেশন সার্চলাইট নামে ঢাকাসহ দেশের নানা জায়গায় সামরিক অভিযান শুরু করেছিলো পাকিস্তানী সামরিক বাহিনী । এই ২৫শে মার্চের ওই গণহত্যার পরপরই শুরু হয়ে যায় সর্বাত্মক প্রতিরোধ অর্থাৎ মুক্তিযুদ্ধ । ভয়াল সেই ২৫শে মার্চ স্মরণে গতকাল রাতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে আলোর যাত্রা কর্মসূচি।

আলোর পথযাত্রা গানটি দিয়ে মুখরিত হয়েছিল মানিক মিয়া এভিনিউ। সংসদ ভবন প্রাঙ্গনসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা। মোমবাতি হাতে ২৫শে মার্চের ভয়াল সেই রাতকে স্মরণ করতে এসেছিল হাজার মানুষ। আয়োজকরা বলছেন অন্ধকার পেরিয়ে আলোর জয়োৎসবে এটা ছিল আলোর মিছিল। যেখানে অংশ নিয়েছে নানা বয়সী নানা শ্রেণীর মানুষ।

আলোর যাত্রা কর্মসূচিতে অংশ নেয়া  এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক শিক্ষার্থী তাসফিয়া ফেরদৌস বলেন, এ দিনটি বাংলার ইতিহাসে মুক্তার অক্ষরে লিখা হয়েছে। এই দিনটি বাংলার সাধারন মানুষের রক্তে গড়া এক নতুন সূর্ষ। এ কথায় এটা বলে বোঝানো যাবেনা।

অন্যদিকে ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ পড়ুয়া দশম শ্রেনীর ছাত্র অপু  বলেন, বাংলাদেশ স্বাধীন। তবে এ দেশে এখনও অনেকেই পরাধীনতার শিকড়ে বন্ধী। তাই দেশে স্বাধীন আলোর দিকে অগ্রসর হওয়া উচিৎ বলে মনে করি।

তিনি আরও বলেন, স্বাধীন এ দেশে এখন জঙ্গি ও পেশিশক্তির হাতে জিম্মি। তাই জনগনকে পুরোপুরি স্বাধীন রাখার জন্য প্রয়োজনে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করেন। তাই অন্ধকার আছে তাযেনও আলো প্রত্যাশায়া এখানে আসেন তিনি।