English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৯:০৯

শহীদ মিনারের পাশে অবৈধ স্থাপনা ভাঙ্গার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
শহীদ মিনারের পাশে অবৈধ স্থাপনা ভাঙ্গার নির্দেশ
কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি কবরকে ‘কথিত মাজার’ বানিয়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো ৭২ ঘণ্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে কবরটিকে ধর্মীয় বিধান অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ করতে বলা হয়েছে।
 
বিচারপতি কাজী রেজা-উল হক ও  বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনে রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার এ রায় দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসিকে এ নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি ‘বেড়ে উঠছে কথিত মাজার/হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন একই বছরের ২২ ফেব্রুয়ারি জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। 
 
রিটে বলা হয়, শহীদ মিনারের ২০ কাঠা জায়গা দখল করে একটি সাধারণ কবরকে ঘিরে তেলশাহ’র মাজার নামে কথিত মাজার গড়ে উঠেছে। মাজার ব্যবসায়ীরা এখন কথিত পীরের কবরের ওপর গম্বুজ ও কবরের পাশে কমপ্লেক্স নির্মাণেরও পাঁয়তারা করছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মতি স্মারক ও বাঙালি চেতনার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার।
 
রিটের শুনানি নিয়ে ওইদিন-ই আদালত মাজারের সব স্থাপনা ভেঙ্গে ফেলাসহ সরকারের প্রতি রুল জারি করেন। রুলে কেন্দ্রীয় শহীদ মিনারের জমি রক্ষায়  কেন নির্দেশ  দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত রায় দেন।