English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১৬:৪২
তুরাগে পুলিশের উঠান বৈঠক

‘আপনি নিরাপদ হন এবং রাষ্ট্রকে নিরাপদ রাখুন’

ষ্টাফ রিপোর্টার
‘আপনি নিরাপদ হন এবং রাষ্ট্রকে নিরাপদ রাখুন’

ঢাকা মহানগরীকে মানুষের জন্য একটি সুন্দর ও নিরাপদ শহর উপহার দেয়ার লক্ষ্যে বাড়ী বাড়ী গিয়ে ডেটাবেজ তৈরির কাজ করছে পুলিশ। অপরাধীরা যাতে আপনার বাড়ীর ছায়া তলে থেকে রাষ্ট্রের কোনো প্রকার ক্ষতি না করতে পারে সেদিকে দৃষ্টি রাখা প্রতিটি সচেতন নাগরিকেরই দায়িত্ব। পুলিশ জনগণের বন্ধু জনগণের সেবক ও রক্ষক। আপনাদের নিরাপত্তার জন্যই এই ডেটাবেজ তৈরি করা হচ্ছে। অতএব পুলিশকে সহযোগীতা করে আপনি নিরাপদ হন এবং রাষ্ট্রকে নিরাপদ রাখুন।

মঙ্গলবার বেলা ১১টায় তুরাগের গুলগুল্লার মোড়ে ৩নং বিট পুলিশের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা বলেন উত্তরা জোনের ডেপুটি পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা।

তুরাগ থানা বিট পুলিশিং বিটের সভাপতি আলহাজ্ব আব্দুল বারিক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন,  এডিসি (উত্তরা জোন) রফিউল আলম, এসি (উত্তরা জোন) মো.সোহেল রানা, তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা, ৩নং বিট পুলিশিং বিটের সভাপতি শিব চরণ বিশ্বাস শিবু, ৩নং বিটে সাধারণ সম্পাদক শিল্পপতি  আলহাজ্ব ওমর আলী, বিশিষ্ট আ’লীগ নেতা বদর আলী বদর, যুবলীগ নেতা খায়রুল বাশার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।