English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২১:২৯

খণ্ডিত মুণ্ডু দিয়ে ব্ল্যাকমেইল দায়ে দুজনকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
খণ্ডিত মুণ্ডু দিয়ে ব্ল্যাকমেইল দায়ে দুজনকে মৃত্যুদণ্ড
ছিন্নমূল শিশুকে হত্যার পর তার খণ্ডিত মুণ্ডু দিয়ে এক ব্যক্তি ব্ল্যাকমেইল চেষ্টার অভিযোগে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
 
সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই খুনি  আনোয়ার হোসেন ওরফে শংকর চন্দ্র দেবনাথ এবং মো. জাকির হোসেন। জানা গেছে, ২০০৫ সালের এপ্রিলে খুন হওয়া আট থেকে ১০ বছরের সেই ছেলেটির নাম-পরিচয় জানা যায়নি। শ্বাসরোধে হত্যার পর হেকস ব্লেড দিয়ে তার ধড় থেকে মাথা আলাদা করেছিল খুনিরা। সেই কাটা মুণ্ডু দেখিয়ে এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করাই তাদের উদ্দেশ্য ছিল বলে তদন্তে বেরিয়ে আসে। পরে সেই মুণ্ডুসহ ২০০৫ সালের এপ্রিলে জনতার হাতে ধরা পড়ে দুই খুনি। রায়ে বিচারক বলেন, 'নিরীহ নিষ্পাপ একটি শিশুর ওপর এই নির্মমতা, নৃশংসতা আসামিদের জঘন্য ও ভয়ংকর মনোবৃত্তির পরিচায়ক। এই বিবেচনায় তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া সমীচীন মনে করি।' আদালত যখন ফাঁসির রায় ঘোষণা করে, দুই আসামি তখন কাঠগড়ায়। রায় শুনেও তারা নির্বিকার ছিল।