English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২১:২১

জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ

রাজধানীর কামরাঙ্গীরচরে জিন তাড়ানোর নামে এক কিশোরীকে (১৩) ধর্ষণ অভিযোগে কবিরাজ আলী আকবর ফকিরকে (৬৮) রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, জিন আসর করেছে বলে ওই কিশোরীর বাবা তা ছাড়ানোর জন্য ১২ মার্চ কামরাঙ্গীরচরে আলী আকবরের বাসায় নিয়ে যান। ওই দিন ঝাড়ফুঁক শেষে আলী আকবর কবিরাজ পুনরায় কিশোরীকে রোববার তার বাসায় নিয়ে যেতে বলেন।

আলী আকবরের কথামতো, কিশোরীকে বাবা-মা তাকে নিয়ে আলী আকবরের বাসায় যান। জিন ছাড়ানোর কথা বলে আলী আকবর তার কক্ষ থেকে কিশোরীর বাবা-মাকে বাইরে যেতে বলেন। এরপর কিশোরীকে ধর্ষণ করেন আলী আকবর।

আধ ঘণ্টা পর কিশোরী বাইরে এসে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় বাবা কামরাঙ্গীরচর থানায় মামলা করলে পুলিশ রাতেই আলী আকবরকে আটক করে। পরে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে একদিন রিমান্ডে নেওয়ার অনুমাতি দেন আদালত।