English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২০:৩৫

শাহজালাল থেকে সাড়ে চার লাখ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল থেকে সাড়ে চার লাখ সিগারেট জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার লাখ ৬১ হাজার সিগারেট জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে বিমানবন্দরের গোডাউনের পাশের মাঠ থেকে এসব সিগারেট জব্দ করা হয বলে জানান কাস্টমস গোয়েন্দার সহকারী পরিচালক তারেক মাহমুদ।

তিনি বলেন, গোডাউনের পাশের মাঠ থেকে ২৪টি বড় কার্টন উদ্ধার করা হয়। পরে কার্টনগুলো খুলে ১২০টি ছোট কার্টন পাওয়া যায়; যেগুলোর ভেতরে চার লাখ ৬০ হাজার ৮০০টি সিগারেট পাওয়া যায়। তিনি বলেন, কার্টনগুলো কোথা থেকে এসেছে- তা লেখা নেই। এ বিষয়ে তদন্ত চলছে।

কাস্টমস গোয়েন্দার ধারণা, রাতে এসব সিগারেট এনে সেখানে রাখা হয় সুযোগ মতো সরানোর জন্য।