English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১৯:২৮

তুরাগে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী পালিত

সোহেল
ষ্টাফ রিপোর্টার
তুরাগে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করল তুরাগ থানার পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় তুরাগ থানা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা ও তুরাগ থানা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল বারিক মেম্বার।

এসময় উপস্থিত ছিলেন, তুরাগ থানার ওসি তদন্ত মো. দেলোয়ার হোসেন, ওসি অপারেশন মো. দুলাল হোসেন, তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন (নাছির), থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেকুর রহমান (সাদেক), স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইকবাল হোসেন, বিশিষ্ট আ’লীগ নেতা বদর উদ্দিন (বদর), খায়রুল বাশার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ। তিনি তার বক্তব্যে বলেন, সর্বকালে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর জন্মের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই এই মহান নেতার জীবনী দেশের তরুন যুব সমাজের কাছে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বপালন করেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন।