English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ০১:২৯

তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজধানীর তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সোহাইল (২০) নামে জামিয়া সুবাহানিয়া মাদরাসার দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছেন। বুধবার দুপুরে ২টায় দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত সোহাইলের বাবার  নাম মোঃ আমিনুল ইসলাম । তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার, শ্রীবরদি থানার, চাওলিয়ায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামিয়া সুবাহানিয়া কাওমি মাদ্রাসার কিতাব বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ সোহাইল মাদ্রার মেঝে পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎতের তারের সঙ্গে জড়ি পড়ে। পরে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা তাকে উদ্ধার করে তুরাগের ইস্টওয়েস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সোহাইলকে মৃত ঘোষণা করেন।  

সংবাদ পেয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে প্রেরণ করেন। ঘটনা নিশ্চিত করে তুরাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬ তাং ১৬/৩/২০১৬ ।