English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১১:৫৩

হিন্দু মেয়েকে বিয়ে করতে ব্যর্থ হয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
হিন্দু মেয়েকে বিয়ে করতে ব্যর্থ হয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বিয়ের আসর থেকে একটি হিন্দু মেয়েকে অপহরণে ব্যর্থ হয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত  ১২টার পর নারায়ণগঞ্জের পাগলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই পুলিশ ৭ জনকে আটক করেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গতরাতে পাগলা এলাকার পরেশ চন্দ্রের মেয়ের বিয়ে ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে রাত ১২টার পর ১২-১৫ জনের একটি দল মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। পরেশ চন্দ্র বাধা দিলে তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের বাধায় মেয়েটিকে অপহরণ করতে পারেনি দুর্বৃত্তরা।

পরে এলাকাবাসীর সহায়তায় সাতজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।