English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ২১:১০

শাহজালালে ঝুলানো ৫২টি দানবাক্স অপসারন

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ঝুলানো ৫২টি দানবাক্স অপসারন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানানো ৫২টি দানবাক্স সরানো হয়েছে। সিভিল এভিয়েশন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফের নির্দেশে মঙ্গলবার এসব দানবাক্স সরানো হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর ই আলম সিদ্দিকী জানান, সিভিল এভিয়েশেনের পক্ষ থেকে কথিত এসব দানবাক্স সরিয়ে নেওয়ার জন্য ও নিরাপত্তা ইস্যুর গুরুত্ব ব্যাখ্যা করে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। তবে তাতে কেউ সাড়া দেয়নি। তাই দানবাক্স উচ্ছেদ অভিযান চালানো হয়।