English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১২:০৩

ডেমরা থেকে ৫ জেএমবিকে আটক

নিজস্ব প্রতিবেদক
ডেমরা থেকে ৫ জেএমবিকে আটক

রাজধানী ডেমরা থেকে জেএমবির ময়মনসিংহ জেলা আমির হুযাইফা আকন্দ শাহিনসহ পাঁচ জেএমবি নেতাকে আটক করেছে র‌্যাব। এসময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম, ইমপ্রোভাইসড এক্সপলোসিভ ডিভাইসসহ ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

আটক অন্য জঙ্গিরা হলেন- মোহাম্মদ ইয়াসিন আলী শফিক, মামুনুর রশিদ মামুন, আবুল হাসেম ও শফিকুল ইসলাম।

জানা যায়, গোয়েন্দা বিভাগের একদল চৌকস কর্মকর্তা প্রযুক্তিগত অনসন্ধানের মাধ্যমে এসব জঙ্গির কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। একপর্যায় গোয়েন্দা কর্মকর্তারা গত এক সপ্তাহ ধরে তাদের ওপর নজরদারি শুরু করেন।  এ নজরদারির অংশ হিসেবে রোববার রাতে ডেমরা মাতুয়াইলের কাঠেরপুল বাঘবাড়ীতে অভিযান চালিয়ে জঙ্গিদের আটক করা হয়।

রাতে জিজ্ঞাসাবাদে জেএমবি নেতারা জানিয়েছে, 'ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের হামলার পরিকল্পনা ছিল।' তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হয়েছে।

গোয়েন্দা বিভাগের প্রধান লে কর্নেল আবুল কালাম আজাদ বলেন, জঙ্গিরা বড় ধরণের নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছিল। কিন্তু অামাদের নজরদারি এবং অব্যাহত গোয়েন্দা তৎপরতায় তাদের নাশকতার বিষয়টি যেমন ধরা পড়ে। তেমনি হামলার মতো ঘটনাও এড়ানো সম্ভব হল। এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব জঙ্গিদের দমনে কঠোর ভুমিকা পালন করে আসছে।

অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, আটক জঙ্গিদের কাছ থেকে ইমপ্রোভাইসড এক্সপলোসিভ ডিভাইস, জিহাদী বই, বোমা তৈরীর সরঞ্জাম এবং তাদের কিছু কর্মপরিকল্পনা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিরা স্বীকার করেছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে তারা সক্রিয় হচ্ছিল। এদিনে পাবলিক প্লেসে হামলার মাধ্যমে নিজেদের শক্তি জানান দিতে চেয়েছিল তারা।  জিজ্ঞাসাববাদে আটক জেএমবি নেতা হুযাইফা স্বীকার করেছে, ২০০৬ সালে সে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত হয়েছিল। পরবর্তীতে হিযবুত তাহরীর সদস্যদের সঙ্গে মতাদর্শের মিল না হওয়ার কারণে সেখান থেকে বের হয়ে আসে। তবে হিযবুত তাহরীরের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকে।