English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১৬:১৩

গুলশানে ত্রিশ ফুট রাস্তার অর্ধেক লেকে

নিজস্ব প্রতিবেদক
 গুলশানে ত্রিশ ফুট রাস্তার অর্ধেক লেকে
রাজধানীর গুলশান-২ এর ৫৫ নম্বর রোডে ১৯ নম্বর বাড়ির সামনে প্রায় ৩০ ফুট রাস্তা ধসে গেছে। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি সড়কের অর্ধেক অংশ ধসে লেকে পড়েছে।
 
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক আতিকুর রহমান জানান, রাস্তার কাজ করার সময় ধস হয়, এতে রাস্তা ডেবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। 
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। তারা ব্যাপারটি পযবেক্ষণ করে দেখছেন বলেও  জানান তিনি।
 
গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, তেমন বড় কিছু না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ব্যাপারটি খতিয়ে দেখছে। তিনি আরো জানান, ওই রাস্তাটির পাশেই লেক রয়েছে। লেকের কারণেই এ ধস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এদিকে রাস্তায় ধসের কারণে পাশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাত তলা বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে।