English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৭:০৭

ঝাড়ু হাতে রাস্তায় নামলেন ঢাকার দুই মেয়র

ঝাড়ু হাতে রাস্তায় নামলেন ঢাকার দুই মেয়র

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই যুগপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়র দ্বয় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেছেন। এসময় তারা প্রায় ১৫ মিনিট রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

শুক্রবার সোয়া ৯টা জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউতে নিজ হাতে মেয়রগণ এই কাজ করেন। মূলত ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বর্ষ ২০১৬ ঘোষণার সঙ্গে সংহতি জানাতেই এই ভিন্নধর্মী আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক সবাইকে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা উত্তাপ বেশি ছড়াই, আলো কম ছড়াই। আমাদের আলো ছড়ানোর সময় এখন। দুই সিটি করপোরেশনের মেয়রের পক্ষে এই শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।''মনের আলো রাস্তার বালিতে, পার্কে, পথে-প্রান্তরে ছড়িয়ে দাও,'' শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তিনি।

দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন,“ আমাদের এই প্রিয় শহরটাকে পরিষ্কার করতে সবাইকে একেকজন মেয়রের ভূমিকা পালন করতে হবে। তিনি শিগগিরই ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে ১০০টি করে ডাস্টবিন বসানোর উদ্যোগের কথাও জানান।

উল্লেখ্য, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯২ সালে ১৩৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। বর্তমানে চারটি অনুষদের ১৬টি বিভাগে ২২ হাজারের বেশি শিক্ষার্থীর পাশাপাশি ৭০০ শিক্ষক আছেন।