English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১০:০৯

আশুলিয়ায় পুলিশের টহল ভ্যান ও বাসের ধাক্কা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় পুলিশের টহল ভ্যান ও বাসের ধাক্কা, আহত ৪

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইলে পুলিশের টহল ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।   আহতরা হলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান (৩৪), কনস্টেবল সবুজ (২৭), কনস্টেবল সালাউদ্দিন (৩০) ও পুলিশ ভ্যানের চালক জাহাঙ্গীর (৩৮)।   প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, পুলিশের টহল ভ্যানটি আশুলিয়া থেকে মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে আসা আরও একটি বাস পুলিশ ভ্যানটিকে চাপা দেয়। এতে গাড়ির চালক ও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহতদের অবস্থা গুরুতর। এখন বিস্তারিত বলা যাবে না। তবে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।