English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৭:৩৮

মশা মাটিতে পড়ে গেলেও পরে উড়ে যায়

নিজস্ব প্রতিবেদক
মশা মাটিতে পড়ে গেলেও পরে উড়ে যায়

মশা নিধনের লক্ষ্যে ওষুধ ছিটানোর পরপরই মশা মাটিতে পড়ে গেলেও কিছুক্ষণ পর ঠিকই আবার উড়ে যায় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিশ্ব কিডনি দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাঈদ খোকন বলেন, 'স্প্রেম্যানরা ওষুধ ছিটানোর পরে মশারা পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আবার উড়ে যাচ্ছে। বুঝতে পারি না। আমি বলেছি, ওষুধ বাড়িয়ে দিতে। কিন্তু বেশি ওষুধ দিলেও আবার জনস্বাস্থ্যের জন্যে ঝুঁকি হয়ে যায়।'

তিনি আরো বলেন, প্রতিটি বাসার সামনে মশার স্প্রেম্যান যাবেন। না গেলে আমাকে সরাসরি জানাবেন।'

মেয়র খোকন বলেন, 'এই শহরে সবাইকেই মেয়র হতে হবে। আমরা যেন কলা খেয়ে খোসাটা রাস্তায় না ফেলি। চিপসের প্যাকেট ছুড়ে না ফেলি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মার্চ ও এপ্রিল মাসেই ময়লা ফেলার জন্যে ৫ থেকে ৭ হাজার ডাস্টবিন দেওয়া হবে বলেও জানান মেয়র।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক রফিকুল আলমের সভাপতিত্বে অালোচনায় আরো অংশ নেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশীদ, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ম. মহিবুর রহমান, ক্যাম্পসের সভাপতি অধ্যাপক এম এ সামাদ।