English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ০৯:০৬

ফ্ল্যাট থেকে ইডেন কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ফ্ল্যাট থেকে ইডেন কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর ওয়ারী থানা পুলিশ বুধবার সন্ধ্যায় শাপলা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।তার বাবার নাম আমিনুল ইসলাম।

ওয়ারী থানার সহকারী পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, ওয়ারী থানার ২৭/১ বজহরি সাহা রোডের বাসা থেকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ওই বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে শাপলা নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়।

তবে স্থানীয় এক সূত্র জানায় নিহত শাপলা ইডেন কলেজের শিক্ষার্থী। প্রেম ঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে জানা গেছে।ওয়ারী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এরপর ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।