English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৬:১১

চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুকে শেষ শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুকে শেষ শ্রদ্ধা নিবেদন

সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও সাধারণ মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন মরহুম চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠু।

বুধবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় তার মরদেহ। গুনী এ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে কেন্দ্রী শহীদ মিনারে। 

এসময় সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। শ্রদ্ধা জানাতে আসা সবার মাঝে ছিল বিষাদের ছায়া। প্রখ্যাত এ নির্মাতার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, নগর ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই অকালে প্রাণ হারাতে হয় এ শিল্পীকে।

শহীদ মিনারে দুই ঘন্টা রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সিটিটিউটে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে একঘন্টা রাখার পর বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

গত ৭ মার্চ রিকশাযোগে বাসায় ফেরার পথে ধানমন্ডিতে গাছ চাপায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই নির্মাতা।