English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৩:৫০

সাভারে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
সাভারে বাসে আগুন

মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সাভারে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দিয়েছে দুর্ব‍ৃত্তরা।

বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার পুলিশ বলছে ভোর রাতে এন আর সিনজি ফিলিং স্টেশনে ওই তিনটি বাসে আগুন দেয় দুর্বৃওরা। এসময় সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩টি বাস আগুনে পুড়ে যায়। তবে বাসগুলোতে যাত্রী না থাকায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কারা যাত্রীবাহী বাস দুটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সাভার মডেল থানার একটি নাশকতার মামলা দায়ের করা হচ্ছে।