English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৩:৪৮

নড়াইলে মাদক ব্যবসায়ীর জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মাদক ব্যবসায়ীর জরিমানা

নড়াইলে মাদক বিক্রির অভিযোগে পলাশ ফকির (৩২) নামে এক ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেছে ভ্রম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। সে লোহাগড়া পৌর শহরের গোপিনাথপুর গ্রামের জামাল ফকিরের ছেলে বলে জানা গেছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমারের নেতৃত্বে একদল পুলিশ শহরের কুন্দসী মোড় থেকে ১ পুরিয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী পলাশ ফকিরকে আটক করে।

পরে বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজনিন সুলতানা ওই মাদক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।