English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৩:৪১

মাদার তেরেসা স্বর্ণপদক পেলেন নড়াইলে আফরোজা খাতুন

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
মাদার তেরেসা স্বর্ণপদক পেলেন নড়াইলে আফরোজা খাতুন

এনজিও সেক্টরে বিশেষ অবদানের জন্য নড়াইলের বিশিষ্ট সমাজ সেবিকা আফরোজা খাতুনের হাতে মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৬ প্রদান করা হয়। তাঁর এ কৃতিত্বে খুশি নড়াইলের সর্বস্তরের জনগণ। 

এ উপলক্ষে জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে আফরোজা খাতুনকে অভিনন্দন বার্তা প্রেরণ করা হয়েছে। 

জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা এক বিবৃতিতে বলেন, আফরোজা খাতুন একজন বিশিষ্ট সমাজ সেবিকা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিওর সাথে সংযুক্ত থেকে সমাজ সেবা করে আসছিলেন। সেই সাথে তিনি এনজিও সেক্টরকেও করেছেন মহিমান্বিত। আর সেই ধারাবাহিকতায় মাদার তেরেসা স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে এনজিও সেক্টরে বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ড মেডেল-২০১৬ এ ভূষিত করা হয় তাঁকে। নড়াইলবাসী আফরোজা খাতুনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।