English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৫:০৬

ফের আব্দুল্লাহপুরে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
ফের আব্দুল্লাহপুরে উচ্ছেদ অভিযান

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তুরাগের কামারপাড়া পর্যন্ত সড়কের দীর্ঘ ছয় কিলোমিটার এলাকায় আবারও উচ্ছেদ অভিযান চলাচ্ছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।

 মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে এ অভিযান শুরু হয়েছে। তুরাগের কামাড়পাড়া পর্যন্ত সড়কের দুই ধারে ছয় কিলোমিটার এলাকার প্রায় ১০ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্টো-পলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।   তিনি জানান, সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে ১২টা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- আওয়ামী লীগের দুটি কার্যালায়, দুতলা মার্কেট, টিন শেড মাদ্রাসা ঘর, দোকান, কাঁচাবাজার ও বাড়িঘর। বিকাল পাঁচটা পর্যন্ত এ অভিযান চলবে। উল্লেখ্য, এরআগে গতবছরের ডিসেম্বরেও ঢাকা সিটি করর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একই স্থানে অভিযান চালিয়ে প্রায় ১০হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।