English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৪:৪৯

মিরপুরে গৃহকর্মীর লাশ নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে গৃহকর্মীর লাশ নিয়ে বিক্ষোভ

রাজধানীর কাফরুলে ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার্স এলাকার এক ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে এক গৃহকর্মী হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে লাশ নিয়ে মিরপুরে বিক্ষোভ করছে স্থানীয়রা। এসময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার্স এলাকার তিন নম্বর ভবনের নিচে জনিয়া বেগম নামে ২২ বছর বয়সী ওই গৃহকর্মীর লাশ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, জনিয়াকে ছাদ থেকে ফেলে হত্যা করা হলেও পুলিশ মামলা নিচ্ছে না।

মিরপুর জোনের এসি মাহবুব হোসন জানান, গৃহকর্মী জনিয়ার মৃত্যুর ঘটনায় তার বাবা লিখিত একটি অভিযোগ দিয়েছে। অভিযোগে বাসার মালিক আহসান হাবিব, তার স্ত্রী ও ছেলে জুম্মনের নাম উল্লেখ করা হয়েছে। জনিয়াকে পাশবিক নির্যাতনের হত্যা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন বাবা। তবে জনিয়ার লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার কথা জানান তিনি।