English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৬:২৭

না ফেরার দেশে পাড়ি সুমাইয়া

নিজস্ব প্রতিবেদক
না ফেরার দেশে পাড়ি সুমাইয়া

ঢাকার উত্তরায় আট দিন আগে রান্নাঘরের গ্যাসের আগুনে স্বামী ও দুই সন্তানকে হারানো সুমাইয়া আক্তারও না ফেরার দেশে পাড়ি দিলেন।

সাত মসজিদ রোডের সিটি হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক রাশেদ মাহমুদ জানান, সুমাইয়াকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। হার্ট ছাড়া শরীরের কোনো অংশই ঠিকমতো কাজ করছিল না। বিকাল সাড়ে ৩টায় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

সুমাইয়াকে বরিশালে বাবার বাড়িতে দুই সন্তানের পাশে দাফন করা হবে বলে তার মামাতো ভাই আবু সুফিয়ান জানান। মৃত্যুকালে সুমাইয়া ছিল ২৪।

গত ২৬ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের এক বাড়ির সপ্তম তলার ফ্ল্যাটে আগুন লেগে দগ্ধ হন সুমাইয়া, তার স্বামী ও তিন সন্তান।

চার জনের মধ্যে দেড় বছরের জায়ান বিন শাহনেওয়াজ ও শাহালিন বিন শাহনেওয়াজ (১৫) ওইদিনই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়। পরদিন মৃত্যু হয় সুমাইয়ার স্বামী মো. শাহনেওয়াজের (৫০), যিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার ছিলেন। এ পরিবারের মেজ ছেলে জারিফ বিন নেওয়াজকেও (১১) গত ১ মার্চ থেকে মায়ের সঙ্গে সিটি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার সকালের দিকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে তার মামা আবু সুফিয়ান জানান।