English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১২:২৪

দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক

নিজস্ব প্রতিবেদক
দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারাধীন মামলা নিয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক। রোববার বেলা ১১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক। তাকে নিয়ে মন্তব্য করা সমস্ত বিচার বিভাগকে হেয় করার শামিল। এতে ন্যায় বিচার ব্যাহত হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মীর কাসেম আলীর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। ঐ শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ অংশ নিয়েছে। উভয়পক্ষে শুনানির পর আপিলের আয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। এরপর পুনঃশুনানির কোনো সুযোগ নেই।

গত শনিবার এক আলোচনা অনুষ্ঠানে সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত। তিনি বিএনপি-জামায়াতের সুরে কথা বলছেন।