English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১২:২৭

টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
এশিয়া কাপের ফাইনালের টিকিট প্রত্যাশীদের সঙ্গে রাজধানীর মিরপুরে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে মিরপুর ১০ নম্বর সেকশনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার থেকে ব্যাংকের সামনে লাইনে দাঁড়ান এশিয়া কাপে বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফাইনাল খেলার টিকিট-প্রত্যাশীরা। শনিবার সকাল ১০টা থেকে ওই ব্যাংকে টিকিট বিক্রি শুরু হয়। তারা আরও জানান, টিকিট  না পাওয়া ব্যক্তিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন জানান, টিকেট বিক্রি শুরুর আগেই এক পর্যায়ে ব্যাংকে ইট নিক্ষেপ এবং সড়কে গাড়ি ভাংচুর শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।