English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৬ ২৩:২৬

দুই যুবকের পেট থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দুই যুবকের পেট থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার

দুই যুবকের পেটের ভেতর থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ওই  দুই যুবককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন- রফিকুল ইসলাম (২৬) ও আমিনুল ইসলাম (৩০)। রফিকুলের বাড়ি টেকনাফে আর আমিনুরের বাড়ি সিরাজগঞ্জে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) সহকারী পরিচালক খোরশিদ আলম বলেন, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান ঢাকায় আসছেÑ এমন তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সন্দেহভাজন হিসেবে তল্লাশির জন্য প্রথমে রফিকুলকে আটক করেন। রফিকুল তার কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। কিন্তু তার অস্বাভাবিক আচরণে কর্মকর্তাদের সন্দেহ বাড়ে। পরে কর্মকর্তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে রফিকুল তার পেটের ভেতর ইয়াবা রাখার কথা স্বীকার করেন। তাকে ওষুধ ও স্যালাইন খাওয়ান কর্মকর্তারা। এর পর রফিকুল মলত্যাগ করলে তার মলের সঙ্গে ৪০টি পাতলা প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে ৫০টি ইয়াবা ছিল। আরও জিজ্ঞাসাবাদ করলে রফিকুল তার সঙ্গে আমিনুল নামের একজন ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকায় এসেছে বলে জানায়।  এরপর কৌশলে আমিনুলকে ফকিরাপুল এলাকায় ডেকে আনা হয়। আমিনুল সেখানে গেলে কর্মকর্তারা তার কাছ থেকেও একই ভাবে ৬০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। এভাবে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় দুজনের কাছ থেকে মোট পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।