English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৫:৫৯

মীর কাসেমের ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচী

সত্যজিৎ কাঞ্জিলাল
মীর কাসেমের ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচী

 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকার মীর কাসেম আলীর আপীলের রায়কে কেন্দ্র করে অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দন্ডের প্রেক্ষিতে তার করা আপিলের চূড়ান্ত রায় দেবেন আপিল বিভাগ। 

যুদ্ধাপরাধী মীর কাসেম আলী, ১৯৭১ সালে যার পরিচয় ছিল ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক, কুখ্যাত আল বদর বাহিনীর অন্যতম নেতা, এক ঘৃণ্য মানবতাবিরোধী নরঘাতক। এই ধনকুবের, প্রভাবশালী রাজাকার নানাভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এই শঙ্কা থেকেই গণজাগরণ মঞ্চের এই কর্মসূচী। এই ঘৃণ্য ঘাতকের রায় পরিবর্তনের কোনো ষড়যন্ত্র রুখে দিতে রায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের ইভেন্টটিতে বলা হয়েছে, আমরা মনে করি, এই আশঙ্কাসংকুল পরিস্থিতিতে আমাদের সকলকে সোচ্চার হতে হবে যাতে এই নরঘাতক কোনোভাবেই পার পেতে না পারে। আমরা প্রমাণ করেছি, জনতার প্লাবনের সামনে কোনো অপশক্তি বাধা হতে পারে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দাবিতে গণজাগরণ মঞ্চ আগামী ২, ৪, ৬ মার্চ প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচী পালন করবে।