English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৭:০৭

তিন থানায় ওসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
তিন থানায় ওসি নিয়োগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তিন থানায় নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির (মিডিয়া) উপ কমিশনার মো. মারুফ হোসেন সরদার।

তিনি জানান, ঢাকার বিভিন্ন বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে ডিএমপির বিভিন্ন থানা/বিভাগে বদলি করা হয়েছে।

এর মধ্যে মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলীকে বিমানবন্দর থানায়, মুগদা থানার ওসি মো. ওমর ফারুককে মতিঝিল থানায় এবং গোয়েন্দা (উত্তর) বিভাগ থেকে মুগদা থানায় নতুন দায়িত্ব দেওয়া পেয়েছেন এনামুল হক।