English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৬:০৬

ধানমণ্ডি লেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ!

নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডি লেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ!

 

রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম সুদীপ্ত দত্ত। মঙ্গলবার সকালে ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। রাজধানীর পূর্ব রাজার বাজার ১৬৯/১ বাড়িতে বাবা অসিম কমুরা দত্ত ও মা চন্দ কমুরা দত্তের সঙ্গে থাকতো সুদীপ্ত।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গত ২৮ ফেব্রুয়ারি বাবা-মা সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয় সুদীপ্ত। এরপর থেকে নিখোঁজ ছিল।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অভিমান করে আত্মহত্যাই করেছে সে। লাশ ময়না তদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।