English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৪৬

রাজধানীর হাজারীবাগে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 

রাজধানী ঢাকার হাজারীবাগের মনেশ্বর রোড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মনেশ্বর রোডের দুটি বাড়ির (হাউজ নং ৪২/৪ ও ৪২/গ) সীমানা প্রাচীরের মাঝের ফাঁকা স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনাছ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, চুরি করতে গ্রিল বেয়ে উপরে উঠতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।