English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৪৮

ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক
ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

ঢাকার অদূরে সাভারে আশুলিয়ায় প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপপরিদর্শক মো: মনির জানান, রাতে বাইপাইল হতে একটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাস রাজধানীর দিকে যাওয়ার পথে আশুলিয়ার মরাগাং এলাকায় বাসটি কাভার্ড ভ্যানকে ওভারটেকিংয়ে চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুত গতির প্রাইভেটকারের সাথে বাস ও কাভার্ড ভ্যানটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, কাভাড ভ্যান ও প্রাইভেটকারটিসহ তিনটি যানই পাশ্ববর্তী প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়।