English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৯

ইআরএফের সভাপতি সাইফ সম্পাদক জিয়া

নিজস্ব প্রতিবেদক
ইআরএফের সভাপতি সাইফ সম্পাদক জিয়া

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ ইসলাম দিলাল সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)।

গত শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশ্য এর আগে একই স্থানে অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

ইআরএফের নির্বাচন সভা সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময়ে সভায় সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সংগঠনের গত দুই বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বেলা ৩টা থেকে সন্ধ্যা ৫.৪৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোটার সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট দেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে।

সভাপতি পদে সাইফ ইসলাম দিলাল ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের চিফ রিপোর্টার এস এম জাহাঙ্গীর পেয়েছেন ৬০ ভোট। অপর সভাপতি প্রার্থী ডেইলি অবজারভারের জীবন ইসলাম পেয়েছেন ৭ ভোট।

সহ-সভাপতি পদে এসএ টেলিভিশনের বিজনেস এডিটর সালাহউদ্দিন বাবলু ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকালের খবরের ডেপুটি এডিটর সুনীতি কুমার বিশ্বাস পেয়েছেন ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অর্থসূচকের জিয়াউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী পেয়েছেন ৪২ ভোট। অপর প্রার্থী দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হামিদ সরকার পেয়েছেন ৪১ ভোট।

এছাড়া সংগঠনের সহ-সম্পাদক পদে চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার রিজভী নেওয়াজ, অর্থ সম্পাদক পদে বাসসের রাশেদুল ইসলাম, সদস্য পদে মানবকণ্ঠের বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করীম, নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের আজিজুর রহমান ও সকালের খবরের স্টাফ রিপোর্টার আসাদুলøহিল গালিব বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।