English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩২

ক্রিকেট খেলা নিয়ে সাভারে ৩ স্কুলছাত্রকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট খেলা নিয়ে সাভারে ৩ স্কুলছাত্রকে কুপিয়ে জখম

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে সাভারে তিন স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হল- জামসিং এলাকার শুকুরজান জিন্নত আলী হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সাগর, রাকিব ও দশম শ্রেণির ছাত্র আল- আমিন।

পুলিশ জানিয়েছে, আহতরা ছাত্ররা জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।

স্কুলছাত্রদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা একটি প্রাইভেটকারে পালিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ আল মামুন জানান, ক্রিকেট খেলার সময় তর্কাতর্কির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।