English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৩

রাজধানীর বাড্ডায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

 

রাজধানীর উত্তর বাড্ডায় এক পোশাক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যাবসায়ীর  নাম মো. শামীম (৩৫)। ওই ব্যক্তিকে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামীমের ভাগ্নি কাকলীর অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড্ডার নতুন বাজার এলাকায় ব্যবসায়ীক অংশীদারের মারধরের শিকার হন তার মামা। 

তিনি বলেন, মামার পার্টনার মিজান দলবল নিয়ে তাকে মারধর করে। অসুস্থ অবস্থায় মামাকে প্রথমে বাড্ডার সাতারপুলের বাসায় নিয়ে আসা হয়। পরে অবস্থা খারাপের দিকে গেলে হাসপাতালে নিয়ে যাই।

বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, শামীম, মিজান এরা বিভিন্ন পোশাক কারখানার কর্মচারী ছিলেন। ছয়/সাত বছর আগে কয়েকজন মিলে বাড্ডা এলাকায় ছোট একটা কারখানা খোলে। কিন্তু রানা প্লাজার ঘটনার পর থেকে লোকসান দিতে দিতে ওই কারখানা বন্ধ হয়ে যায়। রাতে মেডিকেল পুলিশের কাছ থেকে খবর পেয়েই তারা মিজানকে আটক করেন বলে জানান তিনি।

ওসি জানান, শামীম ও মিজানের মধ্যে ‘টাকা-পয়সার লেনদেন’ নিয়ে বিরোধ চলছিল বলে তারা জানতে পেরেছেন।মিজান আমাদের বলেছে, যেখানে মারধরের কথা বলা হচ্ছে, সেখানে সে গতরাতে যায়নি। শামীমের মধ্য বিরোধ ছিল বলে তার পরিবার সন্দেহ থেকেই অভিযোগ করছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

হাসপাতালের নথিতে শামীমের শরীরে ‘ইন্টারনাল হেমারেজের’ কথা বলা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।শুক্রবার সকাল পর্যন্ত শামীমের পরিবার এ ঘটনায় থানায় কোনো মামলা করেনি।