English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:০৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

 

রাজধানী ঢাকার উত্তরায় একটি বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দেড় বছরের এক শিশুও রয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলো, শাহনেওয়াজ (৪০), সুমাইয়া (৩০), জাহিদ (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, শাহনেওয়াজের ৯৫ শতাংশ, সুমাইয়ার ৯০ শতাংশ, জারিফের ৭৪ শতাংশ, জাহেদের ৮৮ শতাংশ ও জারানের ৭৪ শতাংশ পুড়ে গেছে।  প্রতিবেশী মনিরুজ্জামানের ভাষ্য, সকালে ঘুম ভেঙে পাশের বাড়ি থেকে তারা চিৎকার ও কান্নার শব্দ শোনেন। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।