English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২৮

ঝড়বৃষ্টির কারনে তিনঘন্টা সময় বাড়ল বইমলার

নিজস্ব প্রতিবেদক
ঝড়বৃষ্টির কারনে তিনঘন্টা সময় বাড়ল বইমলার

 

ঝড় বৃষ্টিতে বুধবারের মেলা পণ্ড হওয়ায় প্রকাশকদের দাবির পরিপ্রিক্ষিতে মেলার সময় বাড়িয়েছে বাংলা একাডেমি। তবে প্রতিদিন নয়, বাকি চার দিনে সাকুল্যে দু’দিন আধাঘণ্টা ও দু’দিন একঘণ্টা করে মোট তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলা একাডেমির পরিচালক ও মেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ। তিনি জানান, ছুটির দু’দিন শুক্র-শনিবার মেলা শুরু হবে আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ১০টায়। চলবে রাত ৮টা পর্যন্তই। আর রোববার ও সোমবার মেলা শুরু হবে একঘণ্টা আগে দুপুর ২টায়, চলবে যথারীতি রাত ৮টা পর্যন্ত।