English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৭

ছাদ থেকে ফেলে দেয়া সদ্যজাত শিশুটিকে বাঁচানো গেল না

নিজস্ব প্রতিবেদক
ছাদ থেকে ফেলে দেয়া সদ্যজাত শিশুটিকে বাঁচানো গেল না

 

‘বেবি অব বিউটি’। জন্মের পরই সে দেখেছে পৃথিবীর এক কদর্য রুপ। ভূমিষ্ঠ হবার পরই ভবন থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল নবজাতকটিকে। চিকিৎসকদের সব চেষ্ঠা, দেশবাসীর প্রার্থনাকে ব্যার্থ করে দিয়ে আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না ফেরার দেশে চলে গেল বেবি অব বিউটি। দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর।

১ ফেব্রুয়ারি সকালে রমনার বেইলি রোডের পিঠাঘর-সংলগ্ন একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ ওই ছেলে নবজাতকটিকে ফেলে দেন মা বিউটি। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করে। এর দুই দিন পর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে (ওয়ার্ড নম্বর-২১১) ‘বেবি অব বিউটি’ নামে ভর্তি করা হয়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফলে শিশুটির মৃত্যু হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, শিশুটির মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন। মামলার ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন।