English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:১০

এটিএম জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক
এটিএম জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে
ব্যাংকের এটিএম বুথ ও পয়েন্ট অব সেলস মেশিন জালিয়াতির ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।
 
আটক পোল্যান্ডের নাগরিক পিটার এবং সিটি ব্যাংকের আইটি বিভাগের তিন কর্মকর্তা— মোকসেদ আলম রেজাউল করিম ও রেফাজ আহমেদ এটিএম জালিয়াতির সঙ্গে অনেক রাঘব-বোয়ালদের জড়িয়ে তথ্য দিচ্ছেন। সেসব তথ্য যাচাই বাছাই শেষে অন্যদেরও আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক অনির্ধারীত ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা (আটককৃত চারজন) বিভিন্ন ব্যাংক, আবাসিক হোটেল, ট্রাভেল এজেন্সির মালিক, কর্মকর্তা ও কর্মচারিদের বিষয়ে তথ্য দিচ্ছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে নিশ্চিত হলেই তাদের আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলতে রাজি হননি ডিআইজি মনিরুল ইসলাম।